উত্তরঃ যখন আরব, অ-আরব, এশিয়া, ইউরোপ সহ পুরো পৃথিবীর অবস্থা খুব খারাপ ছিলো, মানুষে মানুষ হানাহানি,অন্যায় অবিচার, শোষণ খুব সাধারণ বিষয় ছিলো, যখন মানুষ আল্লাহকে ভুলে শিরক ও পৌত্তলিকতায় লিপ্ত হয়ে পড়েছিলো, যখন অশুভ শক্তির জয়জয়কার চলছিলো সর্বক্ষেত্রে, ঠিক এমনই এক যুগসন্ধিক্ষণে ঈসা (আ.) এর জন্মের ৫৭০ বছর পর মহানবী হযরত মোহাম্মদ (স.) এর আগমন হয়েছিলো এই পৃথিবীতে। তিনি চল্লিশ বছর বয়সে নবুওয়ত প্রাপ্ত হয়ে আল্লাহর নির্দেশে ইসলামের সুমহান বানী মানুষের মাঝে প্রচার করতে শুরু করেছিলেন। তিনি নবুওয়ত লাভের পূর্বে পবিত্র হেরা গুহায় সুদীর্ঘ ১৫ বছর ধ্যান সাধনায় নিয়োজিত ছিলেন। ইহকাল ও পরকালে মানুষের শান্তি নিশ্চিত করার জন্যই মোহাম্মদী ইসলামের উদ্ভব হয়েছিলো।