উত্তরঃ আমিত্ব ত্যাগ করে আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পনের মাধ্যমে পার্থিব জীবনে নিজেকে পরিচালিত করার নামই ইসলাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স.) মোহাম্মদী ইসলাম প্রবর্তন ও প্রচার করেছিলেন। এটাই হলো আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম। এই বিধানই বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) মানব জাতির শান্তি, মুক্তি ও কল্যাণের জন্য প্রচার করেছিলেন। পাঁচটি মৌলিক স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এই মোহাম্মদী ইসলামে রয়েছে মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন বিধান। সুরা আল ইমরানের ১৯ নং আয়াতে মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হলো ইসলাম।" কিভাবে একজন মানুষ তাঁর দৈনন্দিন জীবন পরিচালনা করবে, কিভাবে সে পাপকর্ম থেকে বিরত থেকে আত্মশুদ্ধি অর্জন করবে, কিভাবে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ব্যাক্তি জীবনে শান্তি লাভ করবে- এই সবকিছুই এতে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। ইসলামের সামগ্রিক অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। মহানবী(সঃ) এর দেখানো এই আদর্শে পরিচালিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা যদি সুরা আল ইমরানের ১০২ নং আয়াতের দিকে দৃষ্টিপাত করি,তাহলে এই বিষয়টি আমাদের কাছে আরো সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ সেখানে বলেন, "আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না"