উত্তরঃ ইসলাম শব্দটির অর্থ হলো শান্তি। আমিত্ব ত্যাগ করে স্রষ্টার আনুগত্য মেনে অর্থাৎ স্রষ্টার কাছে পরিপূর্ণ আত্মসমর্পনের মাধ্যমে সৃষ্টির সাথে একাত্ম হওয়ার নামই ইসলাম। আল্লাহর প্রেরিত নবী রাসুলগন যুগে যুগে যুগে এসে মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহবান করেছেন। যে যুগে যে নবী আল্লাহর শান্তির ধর্মের প্রচার করেছেন, তাঁর নামানুসারেই ঐ যুগের ধর্মের নামকরণ করা হয়েছে। যেমন- মুসা (আ.) এর প্রচারিত ধর্মের নাম ছিলো মুসা'ই ইসলাম, হযরত ঈসা (আ.) এর প্রচারিত ধর্মের নাম ছিলো ঈসা'ই ইসলাম, একইভাবে হযরত মুহাম্মদ (সঃ) এর প্রচারিত শান্তির ধর্মের নাম মোহাম্মদী ইসলাম।