মোহাম্মদী ইসলামের মূল শিক্ষা কি?

উত্তরঃ কালেমা, নামাজ, রোযা, হজ্ব, যাকাত- এই পাঁচটি স্তম্ভের উপর মোহাম্মদী ইসলাম প্রতিষ্ঠিত। মোহাম্মদী ইসলামের প্রবর্তক হযরত মোহাম্মদ (স.) মানুষকে আত্মশুদ্ধি, দিল জিন্দা ও নামাজে হুজুরি এই তিনটি মূল শিক্ষা দিতেন। মোহাম্মদী ইসলামের এই তিনটি মূল শিক্ষা অনুসরণের মাধ্যমে একজন মানুষের পক্ষে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব।

মন্তব্য করুন

en_USEnglish