মোহাম্মদী ইসলাম পালন গুরুত্বপূর্ণ কেন?

উত্তরঃ মোহাম্মদী ইসলাম পালনের গুরুত্ব ও তাৎপর্য অল্প কথায় বর্ননা করা কঠিন। মোহাম্মদী ইসলাম পালনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে উপস্থাপন করা হলো-


আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ শয়তানের ধোকায় পড়ে পারিপার্শ্বিকতার কারণে প্রতিনিয়ত আল্লাহ ও রাসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছে। একারণেই এখন আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সর্বশক্তিমান আল্লাহ বলেন, "নিশ্চয়ই সেই ব্যাক্তি সাফল্য অর্জন করেছে যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে।" [সুরাঃ আ'লা; আয়াতঃ১৪]।


মানুষ হন্যে হয়ে শান্তির অন্বেষণ করছে। কিন্তু সমাজের মানুষ আজ অশান্তির বেড়াজালে আটকে আছে। এর প্রধান কারণ হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়া, রাসুল (স.) এর প্রদর্শিত পথ থেকে বিচ্যুত হওয়া এবং আল্লাহর প্রদত্ত বিধান থেকে বিচ্যুত হওয়া।রাসুল (স.) এর ধর্মের অনুশীলন করে আত্মিক উন্নয়নের মাধ্যমে আত্মিক প্রশান্তি পাওয়া যায়। আপনি যদি রাসুল (স.) এর প্রদর্শিত আদর্শের অনুসরণ করে নিজেকে আদর্শ চরিত্রবান করে গড়ে তুলেন, তাহলে আপনার পার্থিব জীবন হবে শান্তিময় আর পরকালীন জীবনে মুক্তি নিশ্চিত হবে।

মন্তব্য করুন

en_USEnglish