মোহাম্মদি ইসলাম পালন করা কি ফরজ (বাধ্যতামূলক)?

উত্তরঃ আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল মায়েদার ৩ নং আয়াতে বলেন, "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে (ধর্ম) পূর্নাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে দ্বীন হিসেবে তোমাদের জন্য মনোনীত করলাম।" এই আয়াতের মাধ্যমে রাসুল (সঃ) এর প্রচারিত ধর্ম পালনের প্রয়োজনীয়তা সহজেই উপলব্ধি করা যায়। কোনো সৌভাগ্যবান ব্যাক্তি যদি ইসলাম গ্রহণ করে থাকে, তাহলে সে মূলত নিজেকেই নিজে দয়া করছে। আল্লাহ বলেন, "তাঁরা মনে করে ইসলাম গ্রহণ করে তাঁরা তোমাকে ধন্য করেছে। বলুন (হে রাসুল) বরং আল্লাহই তোমাকে ঈমানের দিকে পরিচালিত তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। [সুরাঃহুজুরাত, আয়াত নং- ১৭]। সৃষ্টির শুরু থেকেই আল্লাহর প্রেরিত নবী রাসুলগন মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহবান করেছেন; আল্লাহর নির্দেশনা অনুযায়ী পার্থিব ও পরকালীন জীবনে শান্তি নিশ্চিত করার পথ দেখিয়েছেন। ইসলাম তথা আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পনের ধর্ম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সঃ) এর প্রবর্তিত ধর্ম 'মোহাম্মদী ইসলাম' দ্বারা পূর্নতা পেয়েছে। সুতরাং এই ধর্মীয় আদর্শ গ্রহণ ও ব্যাক্তি জীবনে এর অনুশীলন ব্যাতিত শান্তি অর্জনের বিকল্প কোনো পথ নেই।

মন্তব্য করুন

en_USEnglish