রাসুল (স.) জন্মের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাসমূহ

হজরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মের মুহূর্তে ধাত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ফাতিমা বিনতে আব্দুল্লাহ বলেন, সেই পূণ্যময় মুহূর্তে সমগ্র ঘর আলোয় ভরে যায়।

  1. হজরত আব্দুল মোত্তালিব কাবা ঘর প্রাঙ্গণ থেকে লক্ষ্য করলেন, তার বাড়ির মধ্য থেকে একখানা আলোর জ্যোতি প্রকাশিত হয়ে কাবাঘর ও তৎসংলগ্ন পর্বতসমূহ আলোকিত করে ফেলেছে। এ দৃশ্য দেখে তিনি বিস্মিত হন।
  2. ‘নুরে মোহাম্মদী’ নামক কিতাবে বর্ণিত হয়েছে, “ঐ রাতে কুরাইশদের একটি মূর্তির মুখ দিয়ে কথা বের হয়েছিল। সে বলেছিল, একটি পবিত্র সন্তান প্রকাশ হওয়ায় চাদর পরিধান করেছি। এর জ্যোতিতে পৃথিবীর পূর্ব-পশ্চিমের সমস্ত এলাকা আলোকিত হয়ে গিয়েছে।
  3. কাবা ঘরের সকল মূর্তি উপুর হয়ে পড়ে গিয়েছিল।
  4. আর তার ভয়ে প্রকম্পিত হয়ে আরবের সকল রাজা বাদশাহদের প্রাণ কেঁপে উঠেছে।
  5. হজরত মুহাম্মদ (সা.) এর শুভজন্মের সময় পারস্যে প্রচন্ড ভূমিকম্প সংঘটিত হয়ে নওশেরাওয়া বাদশাহর সিংহাসন কেঁপে উঠে, রাজ প্রাসাদেও চূড়া ভূমিতে ধ্বসে পড়ে।
  6. পারস্যের রাজধানীতে শতাব্দীকাল হতে চলে আসা জ্বলন্ত অগ্নিকুণ্ড নিভে যায়।
  7. সিলওয়া উপসাগর শুকিয়ে যায়। এক প্রান্তরে নতুন একটি নদী প্রবাহিত হয়।

মন্তব্য করুন

en_USEnglish