হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম হতে নবুওয়াত লাভ পর্যন্ত জীবনের ঘটনাপঞ্জি

৫৭০ খ্রি.: হিজরিপূর্ব ৫৩ সালেে ও ১২ই রবিউল আউয়াল, সোমবার সোবহে সাদিকের সময় হজরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্ম।

৫৭০ খ্রি.: ৭দিন বয়সে তাঁর আকিকা ও নামকরণ করা হয় এবং দুধমাতা হজরত হালিমা (রা.) কর্তৃক প্রতিপালনের দায়িত্বভার গ্রহণ।

৫৭২ খ্রি.: হজরত হালিমা (রা.) কর্তৃক হজরত মুহাম্মদ (সা.) কে মাতা হজরত আমিনা (আ.) এর কাছে প্রেরণ। সে সময় মক্কায় মহামারি রোগের কারণে তাকে পুনরায় হজরত হালিমা (রা.) এর কাছে প্রেরণ করেন।

৫৭৪ খ্রি.: হজরত হালিমা (রা.) এর বাড়িতে থাকাকালীন প্রথমবারের মতো হজরত রাসুল (সা.) এর সিনা চাক হয়।

৫৭৫ খ্রি.: হজরত হালিমা (রা.) এর বাড়ি থেকে মক্কায় তাঁর মাতা হজরত আমিনা (আ.) এর কাছে প্রত্যাবর্তন।

৫৭৬ খ্রি.: এ বছরের শেষ দিকে মাতা হজরত আমিনা (আ.) এর সাথে মদিনায় গমন।

৫৭৭ খি.: মক্কায় ফেরার পথে মদিনার সন্নিকটে ‘আবওয়া’ নামক স্থানে মাতা হজরত আমিনা (আ.) এর ইন্তেকাল। অতঃপর গৃহপরিচারিকা উম্মে আয়মান এর সাথে মক্কায় প্রত্যাবর্তন। তখন পিতামহ হজরত আব্দুল মোত্তালিব তাঁর অভিভাবক হন।

৫৭৮ খ্রি.: পিতামহ হজরত আব্দুল মোত্তালিবের ইন্তেকাল।

৫৮০ খ্রি.: দ্বিতীয় বারের মতো হজরত মুহাম্মদ (সা.) এর সিনা চাক হয়।

৫৮২ খ্রি.: চাচা আবু তালিবের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া সফর। সিরিয়ার অদূরবর্তী বুসরায় খ্রিস্টান পাদ্রী বহিরার সাথে সাক্ষাৎ।

৫৮৪ খ্রি.: আরবের বিখ্যাত ওকাজের মেলায় সংঘটিত ফুজ্জারের যুদ্ধ প্রত্যক্ষ।

৫৮৭ খ্রি.: হিলফুল ফুজুল নামক সংঘ প্রতিষ্ঠা।

৫৯৩ খ্রি.: হজরত খাদিজা (রা.) এর সাথে প্রথম পরিচয় এবং পার্টনার হিসেবে ব্যবসায় পরিচালনার দায়িত্ব গ্রহণ।

৫৯৪ খ্রি.: ব্যবসায় উপলক্ষ্যে দ্বিতীয়বার সিরিয়ায় গমন।

৫৯৫ খ্রি.: ব্যবসায়িক কাজে তৃতীয়বার সিরিয়া গমন এবং হজরত খাদিজা (রা.) এর সাথে বিবাহ বন্ধন।

৬০০ খ্রি.: হজরত রাসুল (সা.) এর জৈষ্ঠ্য কন্যা হজরত জয়নাব (রা.) এর জন্ম। ‘আল আমিন’ উপাধি লাভ।

৬০৫ খ্রি.: কাবাঘর সংস্কার কাজে অংশগ্রহণ এবং হাজওর আসওয়াদ পাথর পুন:স্থাপনের বিষয়ে সৃষ্ট বিরোধ মীমাংসা করে তিনি মক্কার অঘোষিত নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

৬০৭ খ্রি.: বিশিষ্ট সাহাবি শেরে খোদা হজরত আলি (রা.) এর প্রতিপালনের ভার গ্রহণ। হেরা গুহায় মোরাকারা ও ধ্যান-সাধনা শুরু। হজরত রাসুল (সা.) এর জৈষ্ঠ্য পুত্র হজরত কাশিম (রা.) এর জন্ম।

৬১০ খ্রি.: ৪০ বছর বয়সে নবুয়তের সূচনা। সর্বপ্রথম হেরা পর্বতের গুহায় ওহি নিয়ে জিবরাইল (আ.) এর আগমন। গোপনে ইসলাম প্রচার শুরু। সর্বপ্রথম হজরত খাদিজা (রা.), হজরত আলি (রা.) ও হজরত আবু বকর সিদ্দিক (রা.) এর ইসলাম গ্রহণ। হজরত আরকাম (রা.) এর ঘরে ইসলাম প্রচার কেন্দ্র স্থাপন।

মন্তব্য করুন

en_USEnglish